করোনার এই দুঃসময়ে দেশের সাধারন ও নিম্ন আয়ের অধিকাংশ মানুষ তাদের আয়-রোজগারের উৎসগুলো হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। এমতাবস্থায় "সামাজিক দূরত্ব বজায় রাখুন" কিংবা "ঘরে থাকুন, সুস্থ থাকুন" এই কথাগুলো মেনে চলা তাদের জন্য হয়ে উঠেছে অত্যন্ত কষ্টকর। শক্তি ফাউন্ডেশন বিশ্বাস করে, আমরাই পারি, যে যার অবস্থান থেকে দেশের এই মানুষগুলোর পাশে দাঁড়াতে। সবার সম্মিলিত প্রয়াসে রয়েছে সেই শক্তি, যা কাজে লাগিয়ে আমরা এই দুঃসময়কে অতিক্রম করতে পারি।
সবার আগে সদস্য, এটাই শক্তির আদর্শ - এই আদর্শে বিশ্বাসী শক্তি ফাউন্ডেশন তার সদস্যদের জন্য চালিয়ে যাচ্ছে ত্রাণ বিতরণ কার্যক্রম - "আমরাই শক্তি"। এই উদ্দেশ্যে সংস্থার নিজস্ব অর্থায়নে ৩ কোটি টাকার একটি ত্রাণ তহবিল গঠন করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় সারা দেশব্যাপী শক্তি ফাউন্ডেশনের ৪১৮ টি শাখার মাধ্যমে আমরা ত্রাণ পৌঁছে দিচ্ছি করোনায় ক্ষতিগ্রস্থ সদস্যদের পরিবারগুলোর মাঝে।
শক্তি ফাউন্ডেশন এখন পর্যন্ত সর্বমোট ১৩,২৩৬ টি পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছে।
➧ গত ১৯ মে, ২০২০ তারিখে কুমিল্লার তিতাস উপজেলায় ৯৮০ জন সদস্যের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
➧ গত ৬ই জুন, ২০২০ তারিখে শক্তির ৯০টি শাখার মাধ্যমে ৬০৯৩ জন সদস্যের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
➧ গত ১৩ই জুন, ২০২০ তারিখে শক্তির ৯৩ টি শাখার মাধ্যমে ৬,১৬৩ জন সদস্যের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
আপনিও অংশগ্রহণ করতে পারেন আমাদের এই উদ্যোগে। আপনার প্রেরিত সাহায্য আমরা পৌঁছে দিব দেশব্যাপী করোনা দুর্গত পরিবারগুলোর মাঝে। একটি দুর্গত পরিবারের পাশে দাঁড়াতে আমার আপনার একটু সদিচ্ছাই যথেষ্ট। যেকোনো পরিমাণ অর্থ আমাদের কাছে সাহায্য হিসেবে প্রদান করতে পারেন। তবে নিম্ন বর্ণিত প্যাকেজ অনুযায়ী অর্থ প্রদান করেও একটি পরিবারের পাশে দাঁড়াতে পারেন।
পদক্ষেপ প্যাক এর মাধ্যমে মাত্র ২৫০ টাকা প্রদান করে ৩ দিনের জন্য ৪ সদস্যের একটি পরিবারের পশে দাঁড়ানপদক্ষেপ প্যাকে যা যা থাকছে:
১) চাল ২.৫ কেজি
|
সপ্তাহ প্যাক এর মাধ্যমে মাত্র ৫০০ টাকা প্রদান করে ৭ দিনের জন্য ৪ সদস্যের একটি পরিবারের পশে দাঁড়ানসপ্তাহ প্যাকে যা যা থাকছে:
১) চাল ৫ কেজি
|
পরিবার প্যাক এর মাধ্যমে মাত্র ১০০০ টাকা প্রদান করে ১৫ দিনের জন্য ৪ সদস্যের একটি পরিবারের পশে দাঁড়ানপরিবার প্যাকে যা যা থাকছে:
১) চাল ১০ কেজি
|
বিকাশ - 01847 372 712
ই-ডোনেট - https://bit.ly/3bUUjMK
ব্যাংক ট্রান্সফার -
ব্যাংকের নাম - Bank Asia Ltd
ব্যাংকের ব্রাঞ্চ - Mirpur Branch
অ্যাকাউন্ট নাম- Shakti Foundation For Disadvantaged Women
অ্যাকাউন্ট নম্বর- 02936000084
রাউটিং নম্বর - 070262986
অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ "ফুড পান্ডা" এর মাধ্যমে আপনি সাহায্য পাঠাতে পারেন।
অথবা ভিজিট করুন: https://www.foodpanda.com.bd/restaurant/u1nt/shakti-foundation
এছাড়াও শক্তির প্রধান কার্যালয়ে অথবা দেশজুড়ে শক্তির যে কোনো শাখা অফিসে সরাসরি সাহায্য পাঠাতে পারেন।
প্রধান কার্যালয়ের ঠিকানা - শক্তি ভবন, বাড়ি ৪, রোড ১ (মেইন রোড), ব্লক এ, সেকশন ১১, মিরপুর, পল্লবী,
ঢাকা ১২১৬।
শক্তি ফাউন্ডেশনের সকল শাখা অফিসের ঠিকানা: https://www.shakti.org.bd/branch
এই বিষয়ে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন :
ইমেইল: info@sfdw.org বা
ফেইসবুক পেইজ: facebook.com/sfdwbd