
ডাবল সেভিংস স্কীম
প্রাথমিক বৈশিষ্ট্য:
- ৭ বছরে আমানতকারীকে জমাকৃত টাকার দ্বিগুণ প্রদান করা হবে।
- সাবালক বা নাবালক যে কোনো ব্যক্তি এই সঞ্চয় স্কীম টি করতে পারবেন।
- একজন ব্যক্তি একের অধিক হিসাব খুলতে পারবেন।
- এক কালীন সর্বনিম্ন ১০,০০০ টাকা থেকে শুরু করে এর গুণিতকে যে কোন পরিমাণ টাকা জমা করা যাবে।
সমগ্র বাংলাদেশে শক্তি ফাউন্ডেশন এর মোট ৫০৪ টি শাখার যে কোনো শাখায় এই স্কীমটি খোলা যাবে।
আপনার নিকটস্থ শক্তি ফাউন্ডেশন এর শাখা অফিসের ঠিকানার জন্য ক্লিক করুন।
অথবা বিস্তারিত জানতে কল করুন ০৯৬১৩৩৩১১৩৩।
স্কীমের মেয়াদঃ
- ৭ বছর, তবে ১ম বছর থেকেই মুনার অন্তর্ভুক্ত হবেন।
জমা ও মুনাফা প্রাপ্তির পরিমাণঃ
এককালীন জমার পরিমাণ (টাকা) |
মেয়াদ |
অর্ন্তবর্তী কালীন মুনাফার পরিমান (টাকা) |
মেয়াদ শেষে প্রাপ্তি (টাকা) |
মুনাফা প্রাপ্তির মাত্রা |
প্রতি ১০,০০০ |
১ বছর |
৭০০ |
১০,৭০০ |
৭% |
প্রতি ১০,০০০ |
৩ বছর |
২,৫০০ |
১২,৫০০ |
২৫% |
প্রতি ১০,০০০ |
৫ বছর |
৫,০০০ |
১৫,০০০ |
৫০% |
প্রতি ১০,০০০ |
৭ বছর |
১০,০০০ |
২০,০০০ |
১০০% |
মেয়াদপূর্তির পূর্বে সঞ্চয় ভাঙানোর প্রক্রিয়াঃ
মেয়াদপূর্তির পূর্বে যদি কোন কারনে কোনও আমানতকারী তার জমাকৃত টাকা উত্তোলন করতে চায়, সেক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলী প্রযোজ্য হবেঃ
একাউন্ট খোলার ৬ মাসের মধ্যে |
আমানতকারী শুধু তার জমাকৃত টাকা ফেরত পাবেন, কোন মুনাফা পাবেন না |
একাউন্ট খোলার ৬ মাস পর, ১ বছরের আগে |
মোট জমার পরিমাণের উপর বাৎসরিক ৬% হারে মুনাফা পাবেন। |
১ বছর পর থেকে পরবর্তী মেয়াদকাল পর্যন্ত |
আগের মেয়াদকাল পর্যন্ত নির্দিষ্ট হারের মুনাফা এবং তদপরবর্তী প্রতি মাসের হিসাবে নিয়মিত সঞ্চয়ের হারে পাবেন |
সঞ্চয় স্কীম খোলার প্রক্রিয়াঃ
- সমগ্র বাংলাদেশে শক্তি ফাউন্ডেশন এর মোট ৫০৪ টি শাখার যে কোনো শাখায় এই স্কীমটি খোলা যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহঃ
- জাতীয় পরিচয়পত্র(NID)/জন্ম নিবন্ধন/পাসপোর্ট এর ফটোকপি।
- ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- সঞ্চয়কারী নাবালক হলে তার পক্ষে হিসাব পরিচালনাকারীর (Opareting Gurdian) জাতীয় পরিচয়পত্র (NID)/ জন্ম নিবন্ধন/ পাসপোর্ট এর ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি। (প্রযোজ্য ক্ষেত্রে)
- নমিনীর জাতীয় পরিচয়পত্র(NID)/ জন্ম নিবন্ধন/পাসপোর্ট এর ফটোকপি।
- নমিনীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- নাবালক নমিনীর ক্ষেত্রে নমিনীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র(NID)/জন্ম নিবন্ধন/পাসপোর্ট এর ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ২ কপি ছবি। (প্রযোজ্য ক্ষেত্রে)